নিউজডেস্ক: দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার গেন্দাগছ গ্রামে পুরনো জমি বিবাদ কে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয় দুটি পরিবার। যার ফলে ৫ জন জখম হয়। এ ঘটনায় এলাকায় চঞ্চল ছড়িয়ে পড়ে।জখমদের প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে তিন জনকে উত্তরবঙ্গ মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার করা হয়।
জানা গিয়েছে,সোমবার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গেন্দাগছ এলাকায় জমি দখল নিয়ে সংঘর্ষে উভযপক্ষের ৫ জন জখম হয়।দের বিঘা জমি নিয়ে গণ্ডগোল হয় বলে জানা যায় ।এদিন একপক্ষে জমিতে গেলে অপর পক্ষ তাদের জমিতে ঢোকা আটকাতে গেলে সংঘর্ষের সূত্রপাত ।তার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।জানা গিয়েছে দীর্ঘদিন ধরে নুরল হক ও নজরুল ইসলামের মধ্যে জমি বিবাদ চলছিল।। দুই পক্ষেই নিজেদের জমি বলে দাবি করেন ঐ দেড় বিঘা জমিকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
