নিউজডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে গোষ্ঠী কোন্দলে জেরবার তৃনমূল কংগ্রেস। রায়গঞ্জও বাদ যাচ্ছে না। গোষ্ঠী কোন্দল তৃণমূলের অন্দরে প্রকট এখানেও। গতকাল জেলা মহিলা তৃণমূলের বৈঠক ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। গতকাল সকালে রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ে তৃনমূল মহিলা সংগঠনের বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি চৈতালি ঘোষ সাহা। তার সাথে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী পম্পা সরকারও।
সভায় প্রবেশের অনুমতি ঘিরে শুরু গন্ডগোল
অভিযোগ ঐদিন বাহিন ও মারাইকুরা অঞ্চল থেকে বেশ কিছু কর্মী এই বৈঠকে যোগ দিতে এসেছিলেন। কিন্তু সাংগঠনিক এই আলোচনায় তাদের অংশ নিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি চৈতালি ঘোষ সাহার বিরুদ্ধে। তিনি তাদের ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। তারা অবশ্য বিধায়ক কৃষ্ণ কল্যানীর নির্দেশ মতই এই সভায় এসেছিলে। কিন্তু সভায় ঢুকতে না পেয়ে তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। কেন তাদের অপমান করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। পরে বিষয়টিকে সামাল দেন শম্পা সরকার।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
