ওয়েষ্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের ডাকে ইসলামপুরের মহকুমা শাসকের কাছে দশ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় আজ। স্মারকলিপি প্রদানের আগে ইসলামপুর ৩১ নম্বর জাতীয় সড়কে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান অ্যাসোসিয়েশনের সদস্যরা।
তাদের মূল দাবী
১) প্রতি মাসে ৩০ দিনের কাজের নিশ্চয়তা ও সঠিক সময়ে পারিশ্রমিক চাই।
২) ৬০ বছর পর্যন্ত কাজের সুরক্ষা চাই।
৩) বিপর্যয় মোকাবিলা ও আসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবক / যুবতিদের সরকার নিয়োগ কালে চাকরিতে অগ্রাধীকার দিতে হবে।
৪) বিপর্যয় মোকাবেলার দল প্রতিটি জেলা, মহকুমা ও ব্লকস্তরে গঠন করতে হবে।
৫) অসামরিক বিপর্যয় যুদ্ধার পরিবারকে সুরক্ষা ও দূর্ঘটাকালীন সুযোগ সুবিধা দিতে হবে।
৬) অসামরিক বিপর্যয় যোদ্ধাদের অসুস্থ অবস্থায় ও প্রতিদিনের পারিশ্রমিক দিতে হবে।
৭) অসামরিক বিপর্যয় যুদ্ধাদের পরিচয় পত্র ও পোশাক দিতে হবে।
৮) স্বজনপোষন ও নিয়োগকালীন দুর্নীতি বন্ধ করতে হবে।
৯) বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগে অফিসার নিয়োগ করতে হবে।
১০) বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগে প্রয়োজনে অত্যাধুনিক সরঞ্জাম দিতে হবে।
dating site without registration free single dating sites online singles dating sites christian dating for free