নিউজডেস্কঃ DA এর দাবিতে লাগাতার আন্দোলন করছে সরকারী কর্মচারীদের বিশাল অংশ। কেস, কোর্টের রায় তার পরেও সরকারের কোনো রুপ DAপ্রদানে হেলদোন নেই। যার ফলে একজোট হয়ে যৌথমঞ্চ তৈরি করে আন্দোলনের তীব্রতা বাড়িয়েছে সরকারী কর্মচারী সংগঠন গুলোর যৌথ মঞ্চ। এমনিতে কলকাতা হাইকোর্টের নির্দেশমতো বকেয়া মহার্ঘভাতার দাবিতে শহিদ মিনারে আন্দোলন চলছে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের।
কর্মচারীদের গুরত্বপূর্ণ বার্তা সরকারকে
আজ শহীদ মিনারের পাদদেশে আন্দোলনরত গুরুত্বপূর্ণ ঘোষণা করে। যৌথ মঞ্চের তরফে মুখ্য নির্বাচনি আধিকারিককে চিঠি দিয়ে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়, বকেয়া DA না দিলে রাজ্য সরকারি কর্মচারীরা ভোটের ডিউটিতে অংশ গ্রহন করবে না। মোট ৩৫টি কর্মচারীদের সংগঠন নিয়ে এই যৌথমঞ্চ তৈরি হয়েছে।
যৌথমঞ্চের দাবি
যৌথ মঞ্চের প্রধান দুটি দাবি রয়েছে।প্রথমত, কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা প্রদান করতে হবে। দ্বিতীয়, রাজ্য সরকারের সকল শূন্যপদে নিয়োগ করতে হবে অতিদ্রুত । চুক্তিভিত্তিতে নিয়োগেরও বিরুদ্ধে আওয়াজ তোলে যৌথমঞ্চ।
আসন্ন পঞ্চায়েত ভোট
দিনক্ষণ ঘোসনা না হলেও ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন আসন্ন।পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সকল রাজনৈতিক দল সংগঠন সাজানোর কাজ শুরু করে দিয়েছে দলগুলি।অন্যদিকে ভোটে রাজ্য সরকারি কর্মচারীদের ছাড়া ভোট করানোর বিষয়টি নির্বাচন কমিশন ভাবতেও পারবে না। আজ সরকারি কর্মচারীদের যৌথমঞ্চের ঘোষনা কতটা প্রভাব ফেলবে নির্বাচন প্রক্রিয়ায় এখন সেটাই দেখার।