হকার উচ্ছেদ এর প্রতিবাদে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ নেতৃত্বে উত্তর দিনাজপুর স্ট্রিট হকার ইউনিয়নের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে ।
৩ দফা দাবি ভিত্তিক এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্ট্রিট হকার্স ইউনিয়নের জেলা সেক্রেটারি তাপস দাস বলেন,
হকার আইন ২০১৪ লাগু করতে হবে ।
হকার ভেন্ডিন জোন বানাতে হবে ।
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না ।এই সব দাবিতে আজ মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।তিনি আরো বলেন পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় যেরকম বুল ডেজার চলছে আমাদের জেলাতেও যেন এরকম বুলডোজার না চলে।
তিনি আরো বলেন আমাদের দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।