ওয়েবডেস্ক: আজ সোমবার রতুয়া নিউচক্রের ৩৯ তম বার্ষিক শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হলো দেবীপুর কুঠি বাগান ফুটবল ময়দানে। এদিন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা হয়।
৬৪টি বিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন
ফিতে কেটে খেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। এছাড়া এদিন উপস্থিত ছিলেন রতুয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক মাসুদ রহমান। রতুয়া নিউচক্রের অবর বিদ্যালয়ে পরিদর্শক আজিজুর রহমান সহ রতুয়া নিউচক্রের ৬৪-টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা।
১৭০ প্রতিযোগী অংশগ্রহণ করে
এদিন ৩৪-টি ইভেন্টে মোট ১৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্টজনেরা। যে সমস্ত প্রতিযোগী প্রথম স্থান অধিকার করেছে তারা আগামী ১ ফেব্রুয়ারি রতুয়া স্টেডিয়াম মাঠে জোনাল স্পোর্টসে অংশগ্রহণ করবে।