নিউজডেস্ক:
চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের টুনিখারি এলাকায় একটি দুঃখজনক ঘটনার মৃত্যু হয়েছে জয়া সিংহ নামে এক কিশোরীর (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে কিশোরীটি আচমকা তিস্তা ক্যানেলের দিকে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তাকে আর দেখা যায়নি। ঘটনাটি নজরে আসতেই গ্রামবাসী, পরিবারের সদস্যরা এবং চোপড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় কিশোরীর দেহ উদ্ধার করা হয়।
দেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার সকল দিক খতিয়ে দেখছে।