চোপরা রয়েল স্পোর্টিং ক্লাবের ৫১ তম দুর্গোৎসব উপলক্ষে এই প্রথমবার চোপড়ায় অনুষ্ঠিত হল হুইল চেয়ার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। রবিবার এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি শুরু হয় সুফল গজ প্রাইমারি স্কুল থেকে শেষ হয় চোপড়া থানা মাঠে এসে । এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম হন ঘাটালের বাসিন্দা অপূর্ব সেমন্ত । দ্বিতীয় হন হাওড়ার প্রীতম ম্যার্ধা ও তৃতীয় হন কার্শিয়াং এর সুরেন প্রধান । এদিন রাস্তার দু’ধারে অসংখ্য মানুষ হাততালি দিয়ে ঐ ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করেন । চোপড়া হাই স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত বসাক বলেন, আমি বিভিন্ন ম্যারাথন দৌড় দেখেছি কিন্তু হুইল চেয়ারে বসেও যে ম্যারাথন দৌড় করা যায় এটি আমি আমার জীবনে প্রথম দেখলাম তবে আমি খুব আনন্দিত ।