গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে নাবার্ড এবং দাসপাড়া নবদিশা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মাশরুম চাষের প্রশিক্ষণ এবং শংসাপত্র প্রদান করা হল চোপড়ার ৩০ জন মহিলাকে। শুক্রবার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত সভা কক্ষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মাশরুম চাষ প্রশিক্ষণ শেষে শংসাপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও মহিলাদের এস এস জি গ্রুপের মাধ্যমে সরকারি এবং ব্যাংক সহায়তা নিয়ে আলোচনা ও পরামর্শ দেওয়া হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চোপড়ার বিডিও সমীর মন্ডল,চোপড়া থানার আইসি সঞ্জয় দাস,নাবার্ডের পক্ষে ডি ডি এম অর্ণব প্রামানিক,এল ডি এম সৌরভ সাহা, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত প্রধান কায়ুম আলম, উপ প্রধান নরেশ চন্দ্র সিংহ ,নব দিশার কর্ণধার আনিসুর রহমান,চোপড়ার অভিজ্ঞ মাশরুম চাষী অঞ্জলি বোস দাস,এলাকার বিশিষ্ট সমাজসেবী সুবল গোপ প্রমুখ। আনিসুর রহমান জানান,ত্রিশ জন চোপড়া এলাকার গ্রামীণ মহিলাদের মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। এবং প্রশিক্ষণ শেষে আজ তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। প্রশিক্ষণ পেয়ে খুশি গ্রামীণ এলাকার মহিলারা।