বিরোধী ভোটারদের সরাসরি হুমকি
তৃণমূল কংগ্রেস বিরোধী ভোটারদের প্রকাশ্যে দেখে নেবার হুমকি দিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে ২৬ এপ্রিল কেন্দ্রীয় বাহিনী চলে যাবার চোপড়ার বাহিনীরাই থাকবে। তখন বিরোধী ভোটারদের কিছু হলে তার সমাধান তিনি করবেন না বলে প্রকাশ্যে জানালেন হামিদুল রহমান।
২৬ এপ্রিল কেন্দ্রীয় বাহিনী চলে যাবার চোপড়ার বাহিনীরাই থাকবে।
বুধবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের চুয়াগাড়ি চৌরঙ্গী মোড়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে চোপড়ার বিধায়ক বিরোধী দলের ভোটারদের এমনই হুমকি দিলেন। বিধায়কের এই হুমকিকে ঘিরে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমানকে হুমকি টুমকি না দেবার জন্য তিনি সতর্ক করেছে চোপড়ার বিজেপি নেতা বরুন সিংহ।
পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মধ্যে সবচেয়ে উত্তেজনা প্রবন এলাকা ছিল চোপড়া
উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মধ্যে সবচাইতে উত্তেজনাপ্রবন এলাকা ছিল চোপড়া। বিরোধী সিপিএম, কংগ্রেস মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাবার সময় মিছিলের উপর গুলি, বোম ছোড়া হয়েছিল। গুলি বিদ্ধ হয়ে এক সিপিএম কর্মির মৃত্যু হয়েছিল।গুলি এবং বোমার আঘাতে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছিলেন।এই ঘটনার পর রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। বিরোধীদের উপর তৃণমূল কংগ্রেসের এই হামলার পর বিরোধীরা কেউ মনোনয়নপত্র দাখিল করতেই পারেন নি। বিনা প্রতিদ্বন্দীতায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনগুলি জয় লাভ করে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনেও চোপড়ায় বিধানসভা এলাকায় বিরোধীরা কেউ অন্য দলে ভোট না দেন সেবিষয়ে নির্বাচনের আগেই সতর্ক করলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান।
দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থীর প্রচার সভায় বির্তকিত মন্তব্য বিধায়কের
বুধবার চোপড়া ব্লকের চুয়াগাড়ি চৌরঙ্গী মোড়ে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বলেন, যে বিরোধী ভোটার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না ২৬ এপ্রিল ভোটের পর কেন্দ্রীয় বাহিনী চলে যাবে। থাকবে এলাকার বাহিনী।তারা কিছু করলে তিনি তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবেন না। একই সঙ্গে বিধায়ক আরো জানিয়েছেন চোপড়ার প্রতিটি পঞ্চায়েত বিরোধী শূন্য।
শুধু ভোটারদের হুমকি নয়, ৯০% ভোট না পেলে পঞ্চায়েত সদস্যদেরও বসিয়ে দেবার হুমকি
চোপড়া বিধানসভা এলাকায় প্রতিটি বুথে ৯০ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস না পেলে তিনি দলের পঞ্চায়েত সদস্যদের বসিয়ে দিয়ে দলের নেতাদের দিয়ে এলাকার উন্নয়ন করাবেন। পঞ্চায়েত সদস্যদের বুথে লিড দিলেই হবে না বুথে ৯০ শতাংশ ভোট দলের প্রার্থী গোপাল লামাকে পেতেই হবে। যদি এই কাজ না হয় তবে তিনি এই পদক্ষেপ গ্রহন করবেন বলে প্রকাশ্যে মঞ্চ থেকে ঘোষনা করেছেন। বিধায়কের এই হুমকির পর চোপড়া এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।
অন্যদিকে চোপড়ার বিধায়ককে সতর্ক করেন চোপড়ার বিজেপি নেতা বরুন সিংহ
লোকসভা নির্বাচনের আগে বিধায়ক হামিদুল রহমানকে অত হুমকি টুমকি না দেবার জন্য সতর্ক করেছেন চোপড়ার বিজেপি নেতা বরুন সিংহ। বরুনবাবু জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন দুটি আলাদা নির্বাচন। নির্বাচনে জোরজার খাটাতে গেলে তার পরিনাম ভাল হবে না।