বাংলা সংবাদ প্রতিবেদন:

দেবীপক্ষের সূচনালগ্নে মহালয়ার পুণ্য প্রভাতে চোপড়া জুড়ে ছড়াল ভক্তি ও আস্থার আবহ। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের আগমনের এই শুভ দিনে ভোর থেকেই তর্পণ করতে ভিড় জমালেন হাজারো মানুষ। চোপড়া ডক নদীর ঘাটজুড়ে এদিন ছিল তর্পণের অনুষ্ঠান।

হিন্দু শাস্ত্র মতে, মহালয়া পিতৃপক্ষ ও দেবীপক্ষের মিলনক্ষণ। এই দিনে তর্পণ করলে প্রয়াত পূর্বপুরুষদের আত্মা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বংশধরদের আশীর্বাদ করেন। সেই রীতি মেনেই চোপড়ার মানুষজন আত্মীয়-স্বজনের আত্মার শান্তি কামনায় জল নিবেদন করেন।

চোপড়া থানার আইসি সুরজ থাপা নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে তর্পণে অংশ নেন। উদ্যোক্তাদের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আয়োজন ছিল যথেষ্ট সুশৃঙ্খল। নৈনিতাল কলোনির বুড়ো শিব মন্দির প্রাঙ্গণও ভরে ওঠে ভক্তি ও আস্থার মেলায়। দেবীপক্ষের সূচনালগ্নকে কেন্দ্র করে চোপড়ার মহালয়া অনুষ্ঠান এক উৎসবমুখর আবহ তৈরি করে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *