আবারো চোপড়া দাসপারায় কংগ্রেসে বড়সড় ভাঙ্গন। দাসপারা গ্রাম পঞ্চায়েতের গন্ধুগছ ৯২ নং বুথে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেসের প্রাক্তন মেম্বার এজারুল হক সহ ১৭ টি পরিবার । জানা গেছে দীর্ঘদিনের কংগ্রেশের পঞ্চায়েত সদস্য এজারুল ইসলাম। কংগ্রেসের থেকে সাধারণ মানুষের কাজ করতে পারছিলেন না। এবং সারা রাজ্যে সবুজ ঝড়। কাজ করতে না পারার কারণে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ইজারুল ইসলাম সহ ১৭ টি পরিবার নিয়ে তৃণমূল কংগ্রেসে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জিল্লুর রহমান এবং বিরানব্বই নম্বর বুথের পঞ্চায়েত সদস্য আতিরুল এর হাত ধরেই যোগদান করলেন। জানা গেছে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথে জোট লিড করেছিল । এই তিনটি বুথের মধ্যে এই বুথও একটি। তবে যোগদান কারীদের পাশে থাকার আশ্বাস দেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য অতিরুল হক।দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জিল্লুর রহমান জানান গন্ধুগছ বিরোধীদের শক্ত ঘাঁটি ছিল অস্বীকার করছিনা তবে এই বুথ থেকেই আগামী ২৬ এর বিধানসভা নির্বাচনে ৯০ % ভোট তৃণমূলে যাবে। তিনি আরো জানান আজ থেকে গন্ধুগছ বুথ বিরোধী শূন্য। অন্য দিকে দাসপাড়া অঞ্চল কনভেনর জরিফুল ইসলামের বিরোধী লিড করা বুথে কাজ বন্ধ রাখার নিদান কে তাঁর ব্যক্তি গত মত বলে জানান জিল্লুর।