নিউজডেস্ক: ১৭ আসন বিশিষ্ট মাটি গুন্ডা ১ গ্রাম পঞ্চায়েতের আজ প্রধান গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রধান হিসেবে মনোনীত হন চায়না মোদক । তিনি ২০০৮ সালেও প্রধান ছিলেন । আবারও প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এরপরই কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। তাকে মালা পড়িয়ে ও সবুজ আবির মাখিয়ে কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানান। এই গ্রাম পঞ্চায়েতে ১৭ টি আসন ১৬ টি তৃণমূল কংগ্রেস জয়ী হয় ও একটি সিপিএম জয়ী হয়। চায়না মোদক এদিন বলেন, এলাকার উন্নয়ন, রাস্তা, নিকাশি, পানীয় জলের ব্যবস্থা প্রাধান্য দেবেন তার পঞ্চায়েত।