প্রতি বছর ১৪ই নভেম্বর শিশু দিবস হিসেবে পালন করা হয়। শিশুদের আনন্দ, নিম্পাপতা এবং সম্ভাবনাকে সম্মান জানাতে এই দিনটি পালিত হয়। বিভিন্ন দেশে ভিন্নি ভিন্ন তারিখে শিশু দিবস পালন করা হয়।ভারতে ১৪ই নভেম্বর, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে পালিত হয় শিশু দিবস। নেহরু জি শিশুদের প্রতি তার গভীর স্নেহ এবং জাতির ভবিষ্যত হিসেবে তাদের ভূমিকায় বিশ্বাসের জন্য পরিচিত ছিলেন। এই দিনটিতে সারা দেশজুড়ে শিশু দিবস পালন করা হয়। আজ এই শিশু দিবসে উত্তর দিনাজপুরের ইসলামপুরের মিলন পল্লীর আদিবাসী মাঠ সংলগ্ন এলাকার প্রাইমারি স্কুলে ধরা পড়ল এক অন্য চিত্র।
ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এর পক্ষ থেকে ইসলামপুর ট্রাফিক গার্ড আজ মিলন পল্লীর আদিবাসী পাড়া মোহন মাঠ সংলগ্ন প্রাইমারি স্কুলে সাড়ম্বরের সাথে শিশু দিবস পালন করলেন। স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষকসহ উপস্থিত ছিলেন ইসলামপুর ট্রাফিক ডিএসপি উদয় তামাং ট্রাফিক ওসি নির্মল সরকার ও এম পি বি ইন্সপেক্টর সুকুমার শীল প্রমুখ।
শিশুদের সাথে খেলার ছলে তাদের শেখানো হলো ট্রাফিক নিয়ম। পাশাপাশি কেক কেটে তাদের মিষ্টিমুখ করানো হলো। হাতে তুলে দেওয়া হলো খাতা ও পেন্সিল।