রায়গঞ্জে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে রায়গঞ্জের রাজ পথে পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।পদযাত্রাকে ঘিরে জনজোয়ারে ভাসলো রায়গঞ্জ।লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ জুড়ে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করছেন।আগামী ২৬ শে এপ্রিল দ্বিতীয় দফায় ৫ং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন।

শনিবার হেমতাবাদে জনসভা

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে শনিবার হেমতাবাদ থানা মাঠে জনসভা করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শুক্রবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে জনসভা করে হেলিকাপ্টারে করে রায়গঞ্জে এসে পৌছালেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রায়গঞ্জের একটি বেসরকারি হোটেলে থাকবেন মুখ্যমন্ত্রী

এদিন কর্নজোড়ায় হেলিকাপ্টারে করে নামেন মুখ্যমন্ত্রী, এরপর তার কনভয় রায়গঞ্জের একটি বেসরকারি হোটেলে যায়।সেখানেই থাবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে হেমতাবাদে জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। রায়গঞ্জ মুখ্যমন্ত্রী আসায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শহর জুড়ে।পাশাপাশি এদিন তৃণমূল প্রার্থী সমর্থনে বিকালেই রায়গঞ্জ শহরের রাজপথে পদ যাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। এদিন প্রার্থী কৃষ্ণ কল্যানীকে সাথে নিয়ে সাধারণ কাছে ভোটের আবেদন করে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *