শহরের বিভিন্ন ছটঘাটে মেতে উঠলো শহরবাসী।ইসলামপুর শহরের ব্লকপাড়া ছট ঘাট ,তিস্তা পল্লী ছটঘাট, শান্তিনগর ছট ঘাট, আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশন ছটঘাট, সহ বিভিন্ন ছট ঘাটে আজ সন্ধ্যার অর্ঘ্য নিবেদন ছট পূজার উপাসকেরা।
ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল বলেন, অনেকগুলি ছট ঘাট রয়েছে ইসলামপুর পৌর এলাকায় সবগুলি ঘাটেই ইলেকট্রিফিকেশন সহ বিভিন্ন ব্যবস্থা পৌরসভার পক্ষ থেকে করা হয়েছে ।
তিনি পাশাপাশি এও বলেন, ছট পূজায় সবার মনোকামনা পূর্ণ হোক এই আশা করি ছট মায়ের কাছে।
ছট পূজা কমিটি সেক্রেটারি সোমনাথ প্রসাদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা করা হয়েছে এতে সকলের সুবিধা হয়েছে।