বাঙালির বারো মাসে তেরো পার্বন আর তেরো পার্বনের মধ্যে অন্যতম ছট পুজা।কালীপূজার রেশ কাটতে না কাটতে ছট পূজায় মেতে উঠেছে আপামর মানুষ। রাত পেরোলেই ছট উৎসব। রবিবার বিকালে জলে নেমে অস্তগামী সূর্যের অর্ঘ প্রদান ও সোমবার ভোরে উদীয়মান সূর্যকে আরাধনা ও অর্ঘ প্রদানের মধ্য দিয়ে ছট পূজা শেষ হবে। তার আগে ছট পুজোর জন্য বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর কিনতে ছট ব্রতী দের ভিড় লক্ষ করা গেল বাজার গুলিতে।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজারে শনিবার সকাল থেকেই ভিড় জমে উঠেছে ক্রেতা ও বিক্রেতাদের। ফুল ফল সহ ছট পুজোর উপকরণ কিনতে কালিয়াগঞ্জ শহরে ভিড় জমে।বাড়তি লাভের আশায় এদিন বাড়িতে তৈরি ডালি কুলা সহ বিভিন্ন সামগ্রিক পসার নিয়ে বসে বিক্রেতারা। যদিও ছট ব্রতি দের দাবি এদিন প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর দাম ছিল বেশি৷ যদিও ছটের জন্য সমস্ত কিছু নিয়েই ঘরে ফেরে ছট ব্রতিরা।বিক্রেতারা জানান এমনি সব সামগ্রীর দাম ঠিক থাকলেও কিছু সামগ্রীর দাম বেশি আছে।তাদেরকেও বেশি দামে কিনতে হয়েছে।সকাল থেকেই ক্রেতা ভীড় জমাচ্ছে। অপরদিকে ক্রেতারা বলেন ছট পূজা বলে কথা পরিবারের মঙ্গলকামনায় নিষ্ঠা সহকারে পূজা করা হয়। ফলের দাম বেশি রয়েছে তার মধ্যেই কিনতে হচ্ছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *