শুক্রবার থেকেই শুরু হয়েছে ছট পূজার প্রস্তুতি। শেষ পর্বের প্রস্তুতি পুরোদমে। বাঁশের তৈরি ঝুড়ি, ছট পূজায় ব্যবহৃত অন্যতম উপকরণ, ছট পূজার আগেও এর চাহিদা বেশি। তাই পূজার আগে চারিদিকে চলছে বাঁশের তৈরি বিভিন্ন পূজার সামগ্রী তৈরির কাজ।
ঝুড়ি বিক্রেতা জানান, আগে ছট পুজোর আগে বাঁশের ঝুড়ি ইত্যাদির প্রচুর চাহিদা ছিল। রোজগারও ভালো ছিল কিন্তু বর্তমানে বাঁশের পণ্যের তেমন চাহিদা নেই। এতে বিপাকে পড়েছেন কারিগররা। তাই অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশায় ঝুঁকতে শুরু করেছেন।