নিউজডেস্কঃ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নং ব্লকের চাপোয়া জুনিয়র হাই স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৬৫ জন। আর এই উর্দু মাধ্যম বিদ্যালয়ে নেই কোন স্থায়ী শিক্ষক। মাত্র ১ জন অতিথি শিক্ষক দিয়ে চলছে স্কুল। এক শ্রেণী কক্ষে ক্লাস চলাকালীন বন্ধ থাকছে বাকি শ্রেণী কক্ষের পঠন পাঠন । এতে চরম সমস্যায় পড়ছে ছাত্রছাত্রীরা। শিক্ষকের অভাবে স্কুলে এসেও পড়াশোনা হচ্ছে না। বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবী জানিয়েছেন বিদ্যালয়ের অতিথি শিক্ষক মোহাম্মদ গোলাম মর্তুজা নিজেও।পাশাপাশি ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরাও দ্রুত বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দাবী তুলেছে। ।
গ্রামবাসীদের অভিযোগ, চাপোয়া জুনিয়র হাই স্কুলে ছাত্র ছাত্রী থাকলেও নেই কোনো স্থায়ী শিক্ষক। ফলে বাচ্চাদের ভবিষ্যত নষ্ট হচ্ছে। পড়াশোনা হচ্ছে না স্কুলে। একজন অতিথি শিক্ষকের পক্ষে কি করে গোটা স্কুল চালানো সম্ভব? ঐ একজন শিক্ষক কখনো স্কুলে যদি না আসেন তাহলে একটিও ক্লাস হয় না। গ্রামবাসীরা মিলে মন্ত্রী , SI, DI সকলকেই জানানো হয়েছে। কিন্তু কিছু হয়নি।
[…] বিদ্যালয়ে ২৬৫ জন পড়ুয়া। মাত্র ১ জন অত… […]