নিউজডেস্ক: এবার চোপড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতির পথ গ্রহণ করলেন চাঁদ আলী। চোপড়া বিধায়ক হামিদুল রহমানের নিজ বাসভবনে চোপড়া ব্লকের ছাত্র পরিষদের সমস্ত ছাত্রদের উপস্থিতিতে একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান এবং চোপড়ার ছাত্র পরিষদের নতুন সভাপতি চাঁদ আলী সহ আরো অনেকেই। এদিন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান জানান যে প্রাক্তন চোপড়া ব্লক ছাত্র পরিষদের সভাপতি ফতিবুল রহমান যেমন চোপড়া ব্লকে একটা সুনাম কামিয়েছে ঠিক একই রকম ভাবে চাঁদ আলী সুনাম এবং সংগঠনকে মজবুত করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে তিনি আরো জানিয়েছেন যে, দলকে মজবুত এবং ২০২৬ এর বিধানসভা নির্বাচনে ছাত্ররাই যথেষ্ট প্রভাব ফেলবে । অন্যদিকে নতুন ব্লক প্রেসিডেন্ট চাঁদ আলী জানিয়েছেন এই পদ পেয়ে তিনি যথেষ্ট খুশি ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *