নিউজডেস্ক: আজ শুক্রবার ২০২৩ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। রাজ্যে সম্ভাব্য পঞ্চম স্থান অধিকার করেছে মালদহের চাঁচলের অনুশ্রেয়া দাস ওরফে নদী।তার এই সাফল্যে খুশির জোয়ার চাঁচলের শিক্ষা মহলে।
অনুশ্রেয়ার বাড়িতে আজ আত্মীয় প্রতিবেশী থেকে শুরু করে সংবাদ মাধ্যম ও জনপ্রতিনিধির ঢল। খবর চাউর হতেই কৃতী ছাত্রীর খোঁজ নিলেন মহকুমাশাসক।এদিনই চাঁচলের মহকুমাশাসক কল্লোল রায় ফুলের তোড়া ও মিষ্টি মুখ করিয়ে অনুশ্রেয়াকে সফল জীবনের শুভকামনা জানান। মহকুমাশাসকের দপ্তরে শুভেচ্ছা জ্ঞাপন পর্বে মহকুমাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিষ্ট্রেট মনোজিৎ নস্কর,সোমনাথ মান্না সহ অন্যান্য আধিকারিকেরা।
- (no title)
- (no title)
- Archery World Cup| তীরন্দাজ বিশ্বকাপের প্রথম পর্যায়ে ৫ টি সোনা ভারতীয় খেলোয়াড়দের।
- ‘টাকাও যাবে, জেলেও যাবে’আদালতের নির্দেশের পরেও পদত্যাগ করেনি যারা- জানালেন জাস্টিস বসু
- ‘২০২৩ সালের পঞ্চায়েত ভোট শাসক দলের কাছে সহজ হবে না’- আনাওয়ারুল হক