কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টি সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। রবিবার এবং সোমবার দার্জিলিঙে মুষলধারে বৃষ্টি হতে পারে। এ ছাড়া, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।
আগামী কয়েক দিনে ঝড়বৃষ্টির কারণে রাজ্যের সর্বত্রই তাপমাত্রা কমবে। তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে বলে মনে করছে আবহ বিদরা।
অন্যদিকে সোমবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বুধবার পর্যন্ত প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে।
আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে। অন্তত ছ’টি জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হবে কলকাতাতেও। সারা সপ্তাহ ধরেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বুধবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।