নিউজডেস্ক: পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে শেষ করার লক্ষ্যে রাজশেখর মান্থা আগেই রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে নির্দেশ দেয়। এর পরই সেই রায়ের বিরোধিতা করে কমিশন সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সেখানে হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। এরপর আর দেরি না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ২২ কোম্পানি বাহিনী পাঠানোর জন্য আবেদন করে। আর সেই আবেদন পেয়েই কেন্দ্র ২২ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে রাজ্যে।
সূত্রের খবর, আজ থেকেই রাজ্যে নামতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। কমিশনের তরফ থেকে প্রতিটি জেলার জন্য ১ কোম্পানি করে মোট ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর অনুরোধ জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে।এরপরেই গতকাল বিকেলেই স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকছে ৮ কোম্পানি BSF , ৬ কোম্পানি CRPF, ৪ কোম্পানি SSB,ও ৪ কোম্পানি ITBP। এই ২২ কোম্পানির মধ্যে জঙ্গলমহল থেকে আসছে ৬ কোম্পানি CRPF। জেলাশাসক ও জেলা পঞ্চায়েত অফিসারদের সঙ্গে যোগাযোগ করে রিপোর্ট তৈরি করতে হবে বলে বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে এত বড়ো রাজ্যে একদিনে পঞ্চায়েত ভোট। ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট কতটা সুষ্ঠ ভাবে পরিচালিত হবে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে এই সংক্রান্ত বিষয়ে লেখালেখি।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
