ইসলামপুর হাই স্কুলে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। অসুস্থ ওই পরীক্ষার্থীর নাম বানি দত্ত। তিনি ইসলামপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ওই পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র পড়েছিল ইসলামপুর হাইস্কুলে। আজকে ইতিহাস পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। এরপর প্রশাসনের তরফ থেকে ওই ছাত্রীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা চিকিৎসার জন্য। এবং হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে।