রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আগের চেয়ে ভাল তবে এখনও সম্পূর্ণ সংক্রমণমুক্ত নন। হাসপাতাল সূত্রের খবর, সোমবার রাতে তাঁকে ফিজিয়োথেরাপি দেওয়া হয়েছে। বুদ্ধদেব যাতে নিজে থেকে শ্বাস-প্রশ্বাস নিতে পারেন সেজন্য তাঁকে পালমোনারি ফিজিয়োথেরাপি দেওয়া হচ্ছে। এছাড়া তাঁর রক্তে শর্করার মাত্রা বেশি রয়েছে। তা কমাতে দেওয়া হয়েছে ইনসুলিন।
ঈঈঘগত শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বুদ্ধদেবকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পাম অ্যাভিনিউ থেকে গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি বলে খবর।