সারা বছরের পাশাপাশি উৎসবের মরশুমগুলিতেও ভারত বাংলা সীমান্তর সতর্ক নজরদারির পাশাপাশি সীমান্ত এলাকার বাসিন্দাদের উন্নয়নে পিছিয়ে নেই সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স।বছরের প্রতিটা সময়ে নিজের পরিবার ছেড়ে সীমান্তে পড়ে থাকা বিএসএফ জওয়ানরা সীমান্ত এলাকার বাসিন্দাদেরই নিজের পরিবার বলে মনে করেন। তার প্রতিফলনও এদিনের বিএসএফের ক্যাপ কর্মসূচির মধ্য দিয়ে লক্ষ্য করা গেল। ইসলামপুর মহকুমার সুদূর বিস্তৃত এই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ক্যাপ কর্মসূচির মধ্য দিয়ে সীমান্তবাসী ও বিএসএফের ইতিমধ্যেই এক আন্তরিক মেলবন্ধন গড়ে উঠেছে। চোপড়ার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের তুলসী বিওপিতে বিএসএফের ১৭৬ নম্বর ব্যাটালিয়নের উদ্দ্যোগে সীমান্তে বসবাসকারী পড়ুয়া ও বাসিন্দাদের পড়াশুনা, খেলাধুলা সহ বিভিন্ন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ
সামগ্রী বিএসএফের তরফে প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচীর ফিতে কেটে সূচনা করেন বিএসএফের শিলিগুড়ি সেক্টরের ডিআইজি। এছাড়াও এদিনের এই কর্মসূচীতে বিএসএফ কমান্ডেন্ট এস এস সিরহি, কোম্পানি কমান্ডার টি কে থাংক, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন। বিএসএফের এহেন সেবামূলক উদ্যোগে সীমান্ত এলাকার মানুষের মধ্যে খুশির বাতাবরণ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *