গোয়ালপোখর থানার তিনগাঁও-এ ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি পাচারকারীদের ছোঁড়া গুলিতে জখম BSF এর ১৫২ ব্যাটালিয়নের জওয়ান মুকেশ চাঁদ শর্মা।
সূত্রের খবর, গভীর রাতে তিনগাঁও ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় টহলদারি চলার সময় ৩ থেকে ৪ জন পাচারকারী গোয়ালপোখর থানার গোয়ালিন এলাকা থেকে ফ্যান্সিডিল নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে। তখন টহলদারিতে থাকা BSF এর জওয়ানরা ওই পাচারকারীদের ধাওয়া করে ধরার চেষ্টা করলে BSF এর জওয়ান মুকেশ চাঁদ শর্মাকে পাচারকারীরা গুলি করে।
জখম জওয়ান ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাচারকারীদের কাছ থেকে ৩২৬ বোতল ফ্যান্সিডিল উদ্ধার করা হয়েছে। ধৃত পাচারকারী মহম্মদ সুমনকে গোয়ালপোখর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।