নিউজডেস্ক: চোপড়ার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের তুলসী BOP তে BSF এর ১৭৬ ব্যাটালিয়ন এর উদ্দ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যেসব মানুষের বসবাস রয়েছে তাদের জন্য এই বিনা মূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে বলে জানা গিয়েছে। দিন রাত দেশের সীমাকে সুরক্ষিত রাখার পাশাপাশি সীমান্তবর্তী মানুষদের সবরকমের সেবায় সদা তৎপর রয়েছে বিএসএফ। বর্তমান সময়ে মানব সেবামূলক কর্মকান্ডে রীতিমতো নজীর গড়ে ফেলেছে বিএসএফ।
বৃহস্পতিবার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের তুলসী BOP তে বিএসএফ স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করে। পাশাপাশি বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। শিবিরে কয়েক শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বাসিন্দারা বিনামূল্যে ওষুধ সংগ্রহ করেন। বিএসএফের এহেন সেবামূলক উদ্যোগে খুশি সীমান্ত এলাকার মানুষ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *