পারিবারিক বিবাদ
পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হতে হলো দাদা ও বৌদিকে।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত খেত বাড়ি বালিয়াদিঘী এলাকায়। মৃত দুইজনের নাম দীনবন্ধু পোদ্মার ও কাজল পোদ্দার।
স্থানীয় সূত্রে খবর
সূত্রের খবর দুই ভাই দীনবন্ধু পোদ্মার ও জগবন্ধু পোদ্দারের মধ্যে দীর্ঘদিন ধরেই বচসা চলছিল। আজ হঠাৎ ছোট ভাই জগবন্ধু তার বাবার গায়ে থুতু দিলে বড় ভাই দীনবন্ধু প্রতিবাদ করলে ঝামেলার সূত্রপাত হয়।
তৎক্ষণাৎ জগবন্ধু তার বড় দাদা দীনবন্ধুকে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীনবন্ধুর স্ত্রী কাজল পোদ্দার তিনি ঠেকাতে গেলে তাকেও শাবল দিয়ে আঘাত করা হয়।
কাজল দেবীকে গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
পুলিশি তদন্ত
ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।অভিযুক্ত জগবন্ধু পোদ্দারকে কে পুলিশ গ্রেফতার করেছে।মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
যাওয়া হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।