বুধবার সন্ধ্যায় করণদিঘী ব্লকের বিকৌর পূর্ব পাড়াতে অনুষ্ঠিত হল ৪০ তম সার্বজনীন রক্ষা কালি মায়ের পূজো । এই পূজোকে ঘিরে বসেছে মেলা, পূজো এবং মেলা উপলক্ষে আয়োজিত হল একদিন ব্যাপী বাউল গানের অনুষ্ঠান । এই দিনের বাউল গানের অনুষ্ঠানে গান পরিবেশন করেন দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদহ, সহ উত্তর দিনাজপুর জেলার বাউল শিল্পীরা। পূজো কমিটির সহ কোষাধ্যক্ষ রবীন্দ্রনাথ শীল বলেন এই পূজো গত ৩৯ বছর ধরে হয় আসছে এবার ৪০ তম বর্ষ পদার্পণ করল। এই রক্ষা কালি মায়ের পূজো বৈশাখ মাসে শেষে অমাবস্যা তিথি মেনে এই পূজো করা হয়। এই দিন পূজো শেষে সকলের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়। এই বছর রক্ষা কালি মায়ের পূজো উপলক্ষে বিকৌর পূর্ব পাড়া পূজো কমিটির পরিচালনায় এবং ব্যবস্থাপনায় এক রাত্রি ব্যাপী বাউল গানের আয়োজন করা হয়। এই দিন বাউল গান শুনতে বহু মানুষের সমাগম দেখা যায় বাউল উৎসবে। তার পাশাপাশি এই দিন উপস্থিত ছিলেন পূজো কমিটির সভাপতি স্বপন সরকার, সম্পাদক সাধন সরকার, সহ পূজো কমিটির সমস্ত সদস্যরা ।