নিউজডেস্ক: বোমা উদ্ধার পর্ব কিছুতেই কমছে না। নিত্য দিন বোমা উদ্ধার হয়েই চলেছে রাজ্যের বিভিন্ন স্থানে। পঞ্চায়েত ভোটের দিন ঘোষনার পর থেকেই রাজ্যের যত্রতত্র উদ্ধার হচ্ছে বোমা। এবার বোমা উদ্ধারের ঘটনা মালদার রতুয়া চাঁদমণি বালুপুর গ্রামে।এদিন চাষের জমিতে কৌটো বোমা পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
৫০ টি কৌটা বোমা উদ্ধার
স্থানীয় সূত্রে খবর, এদিন রতুয়ার চাঁদমণি বালুপুর গ্রামের চাষের জমিতে ৫০টির মতো কৌটো বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা । খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় রতুয়া থানার পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। একে একে সবক’টি বোমা নিষ্ক্রিয় করা হয়। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা , আসন্ন পঞ্চায়েত ভোটের আগে বিশেষ উদ্দেশ্যে বোমা মজুত করা হয়েছিল। তবে কে বা কারা বোমা মজুদ করেছিল খতিয়ে দেখছে পুলিশ।
চলতি মাসেও চাঁচলে হয় বিস্ফোরণ
অন্য দিকে চলতি মাসের গোড়ার দিকে, মধ্যরাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মালদার চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা। চার দিক ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায় । ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ। পুলিশ সূত্রে খবর , একটি নলকূপের ধারে মাটির নিচে বস্তায় করে বোমা মজুত করা ছিল। ঘটনাস্থল থেকে তাজা বোমাও উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের (panchayet election) আগে বোমা উদ্ধারের একের পর এক খবরে আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষকে।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
