নিউজডেস্ক: সোমবার সকালে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর এলাকার মহানন্দা নদী থেকে একটি মৃতদেহ উদ্ধার করে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল। জানা গেছে মৃত কিশোরের নাম রূপম রায়, বয়স ১৭ বছর। বাড়ি শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লক এর বিধান নগর রামকৃষ্ণ পল্লী এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল দাদার সঙ্গে ভাইয়ের কথা কাটাকাটি হয় এরপর রাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে ভাই।অবশেষে আজ মহানন্দা নদীর জল থেকে মৃতদেহ উদ্ধার হয়।
পরিবার সূত্রে দাবি:
জানা যায় গতকাল রাতে রূপম রায় বাড়িতে দেরি করে ঢোকে এরপর দাদা ভাইকে শাসন করলে, তৎক্ষণাৎ ভাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর রুপম তার বন্ধুদের ফোন করে বলে যে মাকে দেখে রাখিস,আমি আত্মহত্যা করতে যাচ্ছি। এরপরই বন্ধুরা এবং পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। গতকাল রাতেই মহানন্দা নদীর সামনে এসে রূপম এর মোবাইল ও জুতো দেখতে পেয়ে মহানন্দা নদীর জলে খোঁজাখুঁজি শুরু করে তারা। খবর দেওয়া হয় বিধান নগর থানার পুলিশকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ও পরিবারের লোকেরা যৌথভাবে খোঁজাখুঁজি শুরু করে, রাত হওয়ার ফলে রূপমকে খুঁজে পাওয়া যায়নি।
ডিজাস্টার ম্যানেজমেন্ট এসে মৃত দেহ উদ্ধার করে:
আজ সকালে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের খবর দেওয়া হয়, তারা এসে স্থানীয় মাছুয়াদের সহযোগিতায় রূপমের মৃত দেহ নদীর জল থেকে উদ্ধার করে। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন, মৃতদেহ উদ্ধার করে বিধান নগর থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে মেডিকেল কলেজও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। কি কারনে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে বিধান নগর থানার পুলিশ। জানা যায় এই বছরই রুপম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।