রক্তের সংকট মেটাতে এগিয়ে এল তিন মাইল রোড ওয়েলফেয়ার এসোসিয়েশন। শনিবার চোপড়ার তিন মাইল বাস স্ট্যান্ড এ এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় । পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজনও করা হয় । অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে কৃষক , পথ চলতি সাধারণ মানুষ ও এলাকার বহু যুবক রক্তদান করেন । সংগৃহিত রক্ত ইসলামপুর মহুকমা হাসপাতাল ব্লাড ব্যাংকে পাঠানো হবে । এদিনের এই রক্তদান শিবিরে প্রত্যেক রক্তদাতার হাতে সার্টিফিকেট ও একটি গাছ তুলে দেওয়া হয় । এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চোপড়া থানা আই সি সঞ্জয় দাস, পুলিশকর্মী ও সমাজকর্মী বাপন দাস, সহদেব মন্ডল, সহ সোসাইটির কর্মকর্তারা । সোসাইটির কর্মকর্তারা জানান , শিবিরের পাশাপাশি রক্তদান নিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করা হয় যাতে অন্তত কারোর রক্তের প্রয়োজন হলে কেও এগিয়ে আসতে পারে।রক্ত দানের বিষয়ে গ্রামীণ এলাকার সবাই সচেতন হলে এবিষয়ে আর সমস্যা হাওয়ার কথা নয়।