প্রায় দৃষ্টিহীন, চোখে কম দেখতে পান, দুই রাইটারদের সহযোগিতায় মাধ্যমিকে নজর করা ফলাফল চোপড়া ব্লকের টাটুসিংহ হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীর।
জানা গিয়েছে চোপড়া ব্লকের টাটুসিংহ স্মৃতি হাই স্কুলের পড়ুয়া অরুপ মন্ডল। বাড়ি চোপড়া ব্লকের সুফলগছ এলাকায়। অরুপ ছোটো থেকে প্রায় দৃষ্টিহীন। বাবা দিনমজুরি কাজ করে কোনো রকম ভাবে সংসার চলে। ছেলে ছোটো থেকে পড়াশোনায় মেধাবী ছিলেন। পড়াশোনা করে বড়ে হয়ে কিছু করার ইচ্ছা। কিন্তু দৃষ্টিহীন থাকার কারণে কিছু লিখতে পারতেন না অরুপ। শুধু শুনে শুনে সব পড়া মনে রাখতে পেতেন ওই পড়ুয়া। এবং স্কুলের সমস্ত শিক্ষকরা অরূপকে পড়াশোনা দিক থেকে শুরু করে সমস্ত কিছুতে সহযোগিতা করতেন। ২০২৫ সালে স্কুলেরেই দুই পড়ুয়া রাইটারের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষা দেন অরুপ। শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট দেখে খুশির হাওয়া এলাকা জুড়ে। খুশি স্কুলের সমস্ত শিক্ষকরা। এবছর মাধ্যমিকে মোট নাম্বার পেয়েছেন ৫৪০ নম্বর। স্কুল কতৃপক্ষ সূত্রে জানা গিয়েছে স্কুলে ছেলেদের মধ্যে প্রথম স্হান অধিকার করেছে অরুপ মন্ডল। এখন সায়েন্স নিয়ে পড়াশোনা করা ইচ্ছা। কিন্তু অরুপ চোখে দেখতে পারেন না এটাই তার রাস্তার কাটা। তবে তার বড়ো হওয়ার ইচ্ছা কতটা পুরণ হবে অরুপের, সেটাই এখন দেখার বিষয়।