পশ্চিমবঙ্গ সরকারের সমস্যা সমাধান কর্মসূচিতে ইসলামপুর অজিত কলোনি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইসলামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। কম্নল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাকুমা শাসক আব্দুল শাহেদ ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মন ও ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল প্রমূখ। মহকুমা শাসক বলেন, রাজ্য সরকারের নির্দেশে এই অনুষ্ঠান করা হচ্ছে। অনেকেই যারা কাস্ট সার্টিফিকেট পাননি বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই আয়োজন। খুব ঠান্ডা পড়ে গেছে তাই দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হল এদিন।