সোমবার আয়োজিত হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকার প্রায় কয়েকশো বিজেপি সমর্থক দের উপস্থিতি দেখা যায়।এই সম্মেলন আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে বিশেষ প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন বিজেপি জেলা সম্পাদক তাপস বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক তাপস বিশ্বাস, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রায় সমস্ত পঞ্চায়েত প্রাক্তন ও বর্তমান সদস্য প্রতিনিধি ও সদস্যরা।
