নিউজডেস্কঃ রতুয়ার জনসভায় থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। যার পরে (malda) জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী সজল ঘোষ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রতুয়া থানায়। যার কারনে আজ সজল ঘোষকে মালদার চাঁচল মহকুমা আদালতের জামিন নিতে আসেন । আজ দুপুরে ১ আইনজীবীকে সাথে নিয়ে চাঁচোল মহকুমা আদালত থেকে জামিন নেন সজল। জানা গেছে রতুয়ার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সজল ঘোষ মুখ্যমন্ত্রীকে সুর্পনখা বলে অভিহিত করেন।। আদালত থেকে বেড়ানোর পর বিজেপি নেতা সজল ঘোষ কে ফুল দিয়ে সংবর্ধনা জানান মালদা জেলা বিজেপি নেতৃত্ব।
জামিন নিয়ে আদালত থেকে বেরোনোর পথে বিজেপি নেতা সজল ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মতো কাজ করছেন না তিনি অমানুষের মতো কাজ করছেন তাই মানুষ বলছে তাকে সুর্পনাখা আমি বলছি না।
যদিও মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বকশী বলেন,একটি রাজনৈতিক দলের এই ধরনের বক্তব্য কখনোই কাম্য নয়।