আভা সরকার মন্ডল
কবিতা এসে প্রেমিকা হয় নির্জনে
ধৈর্যশীল এবং চিন্তামগ্ন একটি হাতের
নিবিড় স্পর্শ পেতে প্ররোচিত করে লেখনী কে
নিয়ন্ত্রণে না থাকা বাহুটির
গলা শুকানোর নহবত এলে
তারও পিপাসার নিবৃত্তি হতে চেয়ে আকুল হয় কবিতা
বর্ণমালার উঠোনে মনের মত একটি ঘর না পেলে
সে অভিমানী হয় ; উদাসী হয় আকাশের মতো—-
মায়াবী ডাহুকের মতো দূরে থাকে সরে
অক্ষরের বিরহে তার গলা চিরে মৃত্যু উঠে এলে
আমি উন্মাদ হই যন্ত্রনায় !! —-