স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে ইসলামপুর শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমে পূজার্চনা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ। এদিন সকাল থেকেই পূজা অর্চনা সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট, সুমিতা সেনগুপ্ত, ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষা সাহা, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইসলামপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক শীর্ষেন্দু মজুমদার জানান, স্বামী জি মহারাজের জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে আজ গোটা দেশে। যার অঙ্গ আমাদের এই আয়োজন।আজ সারা দিন ব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পালিত হবে স্বামীজির জন্মদিন।