ক্রিকেটের দুনিয়ায় এক সময় ছিলেন বেতাজ বাদশা। এরপর তো বিনোদনের দুনিয়াতেও নাম কামিয়েছেন। মাঠে ও টিভি সেটের তার দাদাগিরিতে মুগ্ধ  আট থেকে আশি।  এবার আসছে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক।

স্ক্রিপ্ট লিখবেন সৌরভ

আপাতত তারই প্রস্তুতি চলছে জোর কদমে। আসছে বছর  প্রেক্ষাগৃহে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। এই জন্য মুম্বইতেই আছেন মহারাজা বর্তমানে। সূত্রের খবর, এই ছবির স্ক্রিপ্ট লেখার দায়িত্বও সৌরভ তুলে নিয়েছেন নিজের কাঁধে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বায়োপিকের প্রি প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে। চুক্তি চূড়ান্ত করতে তিনি বর্তমানে মুম্বইয়ে। সৌরভের কথায়, ‘আপাতত হাতে বেশ কয়েকটি কাজ নিয়ে মুম্বইতে। বায়োপিকের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা চলছে। আমি নিজেই স্ক্রিপ্ট লিখছি। চিত্রনাট্য নিয়ে আলোচনা হবে লাভ প্রোডাকশন হাউসের সঙ্গে। ‘

সৌরভের চরিত্রে কোন অভিনেতা ?

আপাতত সবচেয়ে বড় রহস্য হল পর্দায় কাকে দেখা যাবে দাদার ভূমিকায়। এর আগে শোনা গিয়েছিল রণবীর কাপুরের কথা।  সৌরভ একবার কথা প্রসঙ্গে ব্যক্ত করেছিলেন তিনি চান তাঁর বায়োপিকে রণবীর অভিনয় করুক। যদিও তা নিছকই ছিল কথার কথা। 

সম্প্রতি এই বিষয়ে সৌরভ জানান, ‘কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমি আশা করি আমরা বৈঠকের পরে ইতিবাচক কিছু ভাগ করতে পারব সবার সঙ্গে।’ মুক্তির তারিখও ঠিক হয়নি এখনও। সব ঠিক থাকলে হয়তো ২০২৪ সালে আসবে এই ছবি প্রেক্ষাগৃহে।

আগেও টুইট করেছিলেন তিনি

এর আগে সৌরভের পক্ষ থেকে বায়োপিকের ঘোষণা করতে টুইট করা হয়েছিল, ‘ক্রিকেট আমার জীবন। আমাকে আত্মবিশ্বাস দিয়েছে, এগিয়ে যাওয়ার ক্ষমতা দিয়েছে। এই যাত্রার স্বাদ আনন্দের। সেই যাত্রা নিয়ে ছবি করবে LUV। বড় স্ক্রিনে দেখানো হবে আমার জীবন।’

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *