রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসার জন্য পাঠাল করণদিঘী গ্ৰামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আহত ব্যক্তির নাম সানাউল হক ( ৩০) বাড়ি দক্ষিণ পাতনোর গ্ৰামে। পথ দুর্ঘটনাটি ঘটেছে উওর দিনাজপুর জেলার ডালখোলা থানার পাতনোর বাসষ্ট্যান্ডে স্থানীয় বাসিন্দা মইন উদ্দিন জানিয়েছেন, পাতনোর বাসষ্ট্যান্ডে একটি বাইক রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিল পিছন দিক থেকে একটি বোলেরো গাড়ি এসে দ্রুত গতিতে ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। প্রথমে করণদিঘি গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীর জন্য পাঠায় পথ দুর্ঘটনার তদন্ত শুরু করে ডালখোলা থানার পুলিশ ঘাতক বোলেরো গাড়িটিকে আটক করে পুলিশ

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *