নিউজডেস্কঃ বাই সাইকেল চোর! সন্দেহ এমনটাই। আর সেই সন্দেহের কারনে এক যুবককে ভলিবলের খুঁটির সাথে বেঁধে রেখে দেয় স্থানীয়রা। ঘটনাটি চোপড়া এলাকার রাঙাগছ এলাকায়।
সূত্রের খবর
চোপড়ার রাঙাগছ এলাকায় বেশ কিছু দিন থেকেই সাইকেল, ভ্যান,ফোন সহ বিভিন্ন জিনিস চুরি, ছিনতাইএর ঘটনা ঘটচ্ছে। যার ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। শুক্রবার রাঙাগছ মাছের আড়ত এলাকা থেকে একটি সাইকেল চুরি যায়। এরপরে এলাকায় একটি ছেলেকে ঘোরাঘুরি করতে দেখা যায়।
এরপর ঐ সন্দেহ ভাজন যুবককে সাইকেল চোর সন্দেহে স্থানীয়রা ভলিবল নেটের খুঁটিতে বেঁধে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে চোপড়া থানায় নিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।