বাচ্চা বিক্রি করার আগে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলো স্হানীয়রা। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের কোর্ট মাঠে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
দালালের চক্করে পরে বাচ্চাটি বিক্রি করে দিচ্ছিলেন দাবি শিশু কন্যার মায়ের।
জানা গিয়েছে ইসলামপুর থানার গুঞ্জেরিয়া এলাকার বাসিন্দা সামিরুল আলম ও তার স্ত্রী শাহনাজ বেগম তাদের ২২ দিনের শিশু কন্যাকে ১৫ হাজার টাকা দিয়ে গোয়ালপোখর থানার পোখরিয়া এলাকার বাসিন্দা আবড়ার আলমের মেয়ে নেশিয়েদ বেগমের কাছে বিক্রি করছিল। বাচ্চার জন্য আগাম চার হাজার টাকা নিয়ে ছিলেন শিশুটির বাবা মা । শুক্রবার বিকালে ইসলামপুর শহরের কোর্ট মাঠে বাকি টাকা দেওয়ার পর বাঁচ্চাটিকে নিয়ে চলে যাওয়ার কথা ছিল। দুই পক্ষকে দেখে স্হানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ শুরু করলে বাচ্চা বিক্রি করার ঘটনা সামনে আসে। এরপর স্হানীয়রা খবর দেয় ইসলামপুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দুই পক্ষকেই থানায় নিয়ে যায়।