নিউজডেস্কঃ বেশ কিছু দিন আগে অভিযোগ উঠেছিল, বালুরঘাট হাসপাতালে ব্ল্যাড ব্যাংকে দালাল চক্রের সক্রিয়তা নিয়ে। তারপর তদন্ত কমিটি গড়ে ছিল হাসপাতাল কতৃপক্ষ।
প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি
হাসপাতাল কতৃপক্ষের পর এবার জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে তদন্ত কমিটি তৈরি হল। হাসপাতালে দালাল চক্র আদেও আছে কি না, বা থাকলে তাতে কারা কারা জড়িত সে বিষয়টি খতিয়ে দেখতে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণার তত্বাবধানে তৈরি হয় এই তদন্ত কমিটি। হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বিষয়টি জানান।
আরও পড়ুন https://nb24x7.com/blockade-of-tribals-in-raiganj/
ঘটনার সূত্রপাত
জানা গেছে বেশ কিছু দিন আগে এক রোগীর পরিবার রক্তের জন্য ব্ল্যাড ব্যাংকে যোগাযোগ করলে তাকে টাকার বিনিময়ে হাসপাতালের এক কর্মচারীর কাছ থেকে তা কিনতে হয়। এরপরই রোগীর পরিবার পুরো বিষয়টি হাসপাতাল সুপারকে জানায়। তারপরে সে বিষয়ে খতিয়ে দেখতে হাসপাতালের পক্ষ থেকে তদন্ত কমিটি তৈরি হয়। কিন্তু পুরো বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। তারপরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি তৈরি করা হয়।