ব্যাডমিন্টন কোচিং সেন্টারের শুভ আরম্ভ হল আজ।মহকুমা প্রশাসনের উদ্যোগে ইসলামপুর শহরের অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ইনডোর স্টেডিয়াম ও ব্যাডমিন্টন কোচিং ক্যাম্পের আজ শুভ আরম্ভ হলো।এই ব্যাডমিন্টন কোচিং ক্যাম্প শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ ।অফিসার ক্লাবের সদস্যরা জানান যেসব অভিভাবকরা চান তার ছেলে মেয়েরা ব্যাডমিন্টন প্রশিক্ষণ পাক তাদের সন্তানদের এখানে ভর্তি করাবেন ।সুদক্ষ প্রশিক্ষকের মাধ্যম দিয়ে এই ব্যাডমিন্টন প্রশিক্ষণ দেওয়া হবে।উদ্বোধন করেন ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক ডক্টর বিনয় ভূষণ বেরা অফিসার্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ফিতা কেটে আজকের এই ইন্ডোর স্টেডিয়ামের ও কোচিং ক্যাম্পের উদ্বোধন করেন। তিনি বলেন এর আগে চলত তবে মাঝখানে কিছুদিন বন্ধ হয়েছিল অতিমারি সহ বিভিন্ন কারণে।
মহাকুমা শাসকের উদ্যোগে আবার নতুন করে স্টেডিয়াম পুনরায় নির্মাণ করে অত্যাধুনিক ব্যাডমিন্টন কোট বানিয়ে আজ থেকে কোচিং ক্যাম্পের আরম্ভ করা হলো।