রামগঞ্জ বাজারের উপর দিয়ে যাওয়া রাজ্য সড়ক এর বেহাল অবস্থা। অল্প বৃষ্টিতে জমে যায় জল এমনকি জল নিকাশির কোন ব্যবস্থা নেই। রাস্তার মাঝখানে দেখা যায় পুকুর। রাস্তা মেরামতের কোন হেলদোল নেই প্রশাসনের। রামগঞ্জের 31 নং জাতীয় সড়ক অর্থাৎ নতুন মোর থেকে কালুগছ মোর অবধি রাস্তা তো না পুকুরের মতো দেখা যায়। যখন তখনই দুর্ঘটনার মধ্যে পড়ে টোটো এবং বাইক আরোহীরা। এতে ঝুঁকির মধ্যে গাড়ি চালাচ্ছে টোটো চালক থেকে শুরু করে ছোট গাড়ি বাইক আরোহীরা । রাস্তার উপরে কাদা তো জমে থাকে সব সময় তার উপর চলে সমস্ত পথচারীরা। এদিন পথচারীরা দাবি করেন এই রাস্তার বেহাল অবস্থা হওয়াতেই আমাদের ঝুঁকিপূর্ণ চলাফেরা করতে হয়। আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই রাস্তার মেরামত করা হয়।
এদিন রামগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ঝর্ণা রায়ের প্রতিনিধি রণজিৎ রায় জানান, এর আগে আমরা দুই থেকে তিনবার চিঠি করেছি। এখনো পর্যন্ত আমারা কোন ফিডব্যাক পাইনি তবে আশা করা যায় খুব দ্রুতই এই রাস্তার কাজ হবে। দরকার হলে আমরা আরো উচ্চ নেতৃতাদের জানাবো যাতে খুব শীঘ্রই এই রাস্তার মেরামতের কাজ করা হয়।