সুরেন্দ্রনাথ কলেজে নারী পাচার, শিশু শ্রম -যৌন হেনস্থা এবং মাদকাসক্তি প্রতিরোধ নিয়ে বিশেষ সচেতনতা শিবিরঃ ব্যবস্থাপনায় উত্তরদিনাজপুর জেলাপুলিশ কর্তৃপক্ষ
২২ জুন শনিবার রায়গঞ্জ, উত্তরদিনাজপুর জেলাপুলিশ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ সচেতনতা মূলক অনুষ্ঠান।

আলোচনা সভার বিষয় ছিল “নারী পাচার, বাল্যবিবাহ, শিশুদের উপর যৌন হেনস্থা প্রতিরোধ, শিশুশ্রম, মাদক ব্যবহারঃ প্রভাব ও প্রতিকার : আলোচনা এবং পুনর্বাসন” । মূলতঃ রায়গঞ্জ পুলিশের মহিলা শাখা্র উদ্যোগেই সংগঠিত হয় মহাবিদ্যালয়ের এই অনুষ্ঠানের । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. চন্দন রায়, আই পি এস রাজীব কুমার ( এস.ডি.পি.ও, ইটাহার), দিলকিশোর সার্কি (ডিপুটি এস. পি.,রায়গঞ্জ সদর) এবং বিশ্বেশ্বর রায় সরকার, আই.সি. রায়গঞ্জ। এ ছাড়াও ছিলেন রায়গঞ্জ পুলিশ- শাখার বিভিন্ন অধিকর্তা, মহাবিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা।
অধ্যক্ষ ড. চন্দন রায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সচেতনতার বিশেষ সামাজিক বার্তা দেন। বয়ঃসন্ধির সময় নানা ভুল করে ফেলে ছাত্রছাত্রীরা; নিজেদের অজান্তেই বিপজ্জনক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে , এভাবেই নারী পাচার হয়ে যায়; এই মিসিং উইমেন দের সংখ্যা আমাদের দেশে উল্লেখযোগ্য, জানান অধ্যক্ষ। অন্যদিকে শিশু শ্রম সুলভ বলে কলকারখানায় তাদের বে-আইনি ব্যবহার করেন অর্থপিশাচ মালিকেরা, দারিদ্রের কারণে বাবা-মা দের সহমতেই চলে এই সামাজিক অভিশাপ; তাই শিশুশ্রম নিবারণ করতে হবে আর্থসামাজিক দিকগুলো একই সংগে চিন্তা করে । অন্যদিকে মাদকের ব্যবহার এবং উঠতি বয়সের ছেলেমেয়েদের মধ্যে তার প্রবণতা এবং সম্ভাব্য কুফল নিয়ে ছাত্রছাত্রীদের অবগত করেন তিনি।
রায়গঞ্জ থানার আই.সি. বিশ্বেশ্বর রায় সরকার ভার্চুয়াল জগতের বিপন্নতা নিয়ে বিশেষ বার্তা দেন। তিনি ওই ভার্চুয়াল জগতের হাতছানিতে কিভাবে যুবসমাজকে নিজেদের জীবনের আদর্শ থেকে লক্ষ্যভ্রষ্ট করছে তা ব্যাখ্যা করেন। ভার্চুয়াল ওয়ার্ল্ডের অপব্যবহার বাদ দিয়ে প্রয়োজনীয় দিকে নজর ঘোরানোর পথ নির্দেশ করেন তিনি।


আই পি এস রাজীব কুমার ‘নারী ও শিশু পাচার’ ও ‘মাদকাসাক্তের কু প্রবনতা ‘ নিয়ে বক্তব্য রাখেন। বেশ কিছু দৃষ্টান্ত সহযোগে তিনি মাদক ব্যবহারের কুফল কত ভয়ংকর হতে পারে তা নিয়ে ছাত্রছাত্রীদের বিশদে অবগত করেন।


কলেজের আই সি সি, এন এস এস ইউনিট, ছাত্রছাত্রীকল্যাণ সমিতি এবং আই কিউ এসি র সহযোগিতায় সম্পূর্ণ অনুষ্ঠান টি সাফল্যের সঙ্গে সংগঠিত হয় । বাড়তি প্রাপ্তি অধ্যাপক শিমুল চন্দ্র সরকারের সুসঞ্চালনার ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *