নিউজডেস্কঃ চাঁচল থানার পক্ষ থেকে মালতীপুরের কানাইপুর বাজারে SI প্রদীপ সরকারের নেতৃত্বে বুধবার অনুষ্ঠিত হয় পুলিশি সহায়তা শিবির। অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষে সাধারণ মানুষ কি ভাবে পুলিশ প্রশাসনকে সহায়তা করতে পারে সে সম্পর্কে বলেন SI প্রদীপ সরকার। বাল্য বিবাহ রোধ থেকে শুরু করে নারী পাচার,মাদক সেবন ও পাচার সহ অবৈধ কারবার রুখতে জনমানসে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে চাঁচল থানার পুলিশ।
এছাড়া জাতীয় ও রাজ্য সড়ক সহ গ্রামীণ যে সড়ক গুলোতে পথ দুর্ঘটনা এড়াতে বাইকে হেলমেট অবশ্যই ব্যবহার করার কথা বলেন।এবং বাইক আরোহী সহ যিনি সঙ্গী হবেন দ্বিতীয় জনকে হেলমেট পড়তে হবে। এলাকায় শিশু ও নারীদের পুলিশি সহায়তার বিষয় গুলিও প্রচারের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।নারী-শিশুদের পৃথক সহায়তা কেন্দ্র রয়েছে চাঁচল থানায়।সেই বিষয়টি এলাকায় জানানো হচ্ছে।