অভিষেক কি আদালত অবমাননার মামলা করতে চলেছেন CBI এর বিরুদ্ধে ? চলছে জোর জল্পনা
সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করতে পারেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় , এমনই জানা যাচ্ছে তৃণমূল তরফে।
মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার দেওয়ার কথা জানিয়ে সোমবার অভিষেককে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। যদিও গতকাল সকাল ১০.৩০টাতেই তাঁকে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দেয় সুপ্রিমকোর্ট।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় সোমবার সকালে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ২৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। কিন্তু সুপ্রিমকোর্টের নির্দেশের পরও গতকাল বেলা ১টা ৪৫ মিনিট নাগাদ হাজিরার নোটিশ পান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবারই বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে অভিষেক টুইট করেন, ‘আমায় টার্গেট করে, হেনস্তা করার জন্যই এটা করা হয়েছে। সিবিআই আর ইডিকে দিয়ে বিজেপি যে আদালত অবমাননা করাচ্ছে, তা স্পষ্ট হয়ে গেল। কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর এদিন সকালেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। তারপরও এদিন ১টা ৪৫ মিনিটে আমার হাতে এই সমন ধরানো হয়েছে।’
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, মঙ্গলবার সিবিআইয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের আইনজীবীদের তরফে এদিনই প্রধান বিচারপতির বেঞ্চে জরুরি মেনশনিং করা হতে পারে।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।