দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের বকনা বন্দা এলাকায়।
জানা যায়, চোপড়ার ব্যবসায়ী সৈয়দ আক্তার প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান।
পরের দিন সকালে এসে দেখেন তার দোকানের সাটার ভেঙে সব চুরি গেছে।
সৈয়দ আক্তারের কীটনাশকের দোকান ছিল।
জানা যায়, সাত থেকে সাড়ে ৭ লক্ষ টাকার কীটনাশক সামগ্রী চুরি হয়েছে।
সেই এলাকায় রাতের বেলায় প্রতিদিন দুজন নাইট গার্ড থাকেন।
খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে